অব্যাহতি দেওয়া হলো ফেনসিডিলসহ গ্রেপ্তার সেই যুবলীগ নেতাকে

অব্যাহতি দেওয়া হলো ফেনসিডিলসহ গ্রেপ্তার সেই যুবলীগ নেতাকে

অনলাইন ডেস্ক

ফেনীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই নেতার নাম মো. রেজাউল করিম। সেই সঙ্গে তাঁকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এজন্য সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ফেনী জেলা যুবলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কলকাতায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

যন্ত্রাংশের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণে শিশু নিহত

লকডাউনের দ্বিতীয় দিনে করোনা শনাক্ত ৪১৯২


প্রসঙ্গত, ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও তাঁর এক সহযোগীকে দুটি ফেনসিডিলসহ ৯ এপ্রিল ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। ১৩ এপ্রিল তিনি ফেনীর আদালত থেকে জামিনে ছাড়া পান।

জেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলা যুবলীগ একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন।

জেলা যুবলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক রেজাউলকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। স্থায়ীভাবে কেন তাঁকে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে।

news24bd.tv তৌহিদ