প্রথম রমজানে ৭০ জনকে ইফতার করালো পথশিশু ফাউন্ডেশন

প্রথম রমজানে ৭০ জনকে ইফতার করালো পথশিশু ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। কথাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে পথশিশু ফাউন্ডেশন। অসহায় মানুষের বিষন্ন মুখ দেখে প্রাণ কাঁদে সংগঠনের প্রতিটি সদস্যের।

তাইতো নিজেদের বিলিয়ে দিচ্ছে অকাতরে অসহায় মানুষদের জন্য ৷ 

গতবছরের মত এবারও রমজান মাসব্যাপী ইফতার কর্মসূচী গ্রহণ করেছে পথশিশু ফাউন্ডেশন। ১৪ এপ্রিল (বুধবার) প্রথম রোজায়  ধানমন্ডি,সোবহানবাগ এলাকায় প্রায় সত্তর জন অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করে পথশিশু ফাউন্ডেশন৷ 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি মো:রাজু (এএস),সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ৷ এছাড়াও উপস্থিত ছিলেন মামুন, লিটন, সোহাগ,সালাম,কাদেরও শরীফ, বিশেষ অতিথি ছিলেন মোস্তাক জাহিদ, নিউজ২৪ টিভির সাংবাদিক।

কর্মসূচী শেষে মোহাম্মদ রাজু (এএস) বলেন- আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই ৷পুরো রমজান ব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ ৷ আমরা সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি ৷

news24bd.tv/আলী