দাপুটে জয়ে শেষ চারে ম্যানইউ-আর্সেনাল

দাপুটে জয়ে শেষ চারে ম্যানইউ-আর্সেনাল

অনলাইন ডেস্ক

ইউরোপা লিগের সেমিফাইনালও নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ে শেষ চার নিশ্চিত করেছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালও।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাব গ্রানাদাকে ২-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন এডিনসন কাভানি।

অপর গোলটি আত্মঘাতী, যা আসে ম্যাচের শেষ মিনিটে।

এর আগে প্রথম লেগে স্পেন সফর থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠলো ম্যানইউ।

ইউনাইটেড সেমিতে মুখোমুখি হবে আয়াক্সের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে শেষ চার নিশ্চিত করা রোমার।


আরও পড়ুনঃ


চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা

এ বছর ৩৬ লাখেরও বেশি দরিদ্র পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করা আর্সেনাল ফিরতি লেগে স্লাভিয়া প্রাহার মাঠে গিয়ে আলেক্সান্দার লাকাজাতের জোড়া গোলে জিতেছে ৪-০ ব্যবধানে। নিজেদের মাঠ এমিরেটসে শেষ আটের প্রথম লেগে চেক ক্লাবটির বিপক্ষে ১-১ গোলে ড্র করায় সেমিতে যাওয়া নিয়ে শঙ্কায় ছিল তারা।  

গানাররা শেষ চারে মুখোমুখি হবে তাদের সাবেক কোচ উনাই এমেরির দল ভিয়ারিয়ালের। ডায়নামো জাগরেভের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।

news24bd.tv / নকিব