জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন আইন পাস করতে যাচ্ছে। নতুন এই আইন প্রয়োগ করা হবে আর্থিক খাতে। যার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকৃতিবান্ধব অবকাঠামো ও প্রকল্পে বিনিয়োগ করতে হবে।

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ জানান, চলতি সপ্তাহেই আইনটি সংসদে পাস হবে।

২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হতে চায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন


ধর্মীয় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা

এ বছর ৩৬ লাখেরও বেশি দরিদ্র পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


মন্ত্রী আশা প্রকাশ করে আরও বলেন, এই আইন বিশ্বের অন্য দেশের জন্যও উদাহরণ তৈরি করবে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকির বিষয়টি সরাসরি আর্থিক ও ব্যবসায়িক খাতের সঙ্গে সম্পৃক্ত হবে বলেও মত তার।

news24bd.tv আহমেদ