পণ্যবাহী ট্রাক পারাপারে সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ফেরি

পণ্যবাহী ট্রাক পারাপারে সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ফেরি

নিজস্ব প্রতিবেদক

করোনার সংক্রমণ সামলাতে চলতি মাসের ১৪ তারিখ থেকে আট দিনের লকডাউন চলছে। লকডাউনের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের ফেরি পারাপার অব্যাহত থাকবে। বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপারের সুবিধা পাবে লাশ ও রোগীবাহী অ্যাম্বুল্যান্স।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসির উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘করোনাভাইরাস বিস্তার রোধে সর্বাত্মক লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।


কামড়ে ধরতেই লাঠি দিয়ে বাঘকে পিটিয়ে ছেলেকে ছিনিয়ে আনলেন বাবা

তার এই হাসি আবার ফিরে আসুক

লোক নেবে পিএমকে

১৬ এপ্রিল, ইতিহাসে আজকের এই দিনে


শুধু লাশ ও রোগীবাহী অ্যাম্বুল্যান্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেরিতে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ সব যাত্রী পারাপার বন্ধ থাকবে। ’

news24bd.tv নাজিম