গলার কাঁটা থিরিমান্নে

গলার কাঁটা থিরিমান্নে

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠতে পারেন লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স না হলেও তার অতীত এরকমই সাক্ষ্য দেয়।

২০১২ সালে ওই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আর কখনো টেস্ট খেলেনি থিরিমান্নে। শ্রীলঙ্কায় আবারো টেস্ট সিরিজ।

এবারও খেলবেন লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক ফর্মে তাসকিন-রাহীদের সামনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। পরিসংখ্যানে তা হবে পরিষ্কার।


আরও পড়ুনঃ


চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা

এ বছর ৩৬ লাখেরও বেশি দরিদ্র পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


শেষ চার টেস্টে এক সেঞ্চুরি।

আর তিন ফিফটি। চার ম্যাচে গড় ১০২.৭৫, যা তার ক্যারিয়ার সেরা। ৪০ টেস্টে তার রান গড় যেখানে ২৫। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের নাকাল করতে মুখিয়ে আছেন থিরিমান্নে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক