হাসি নেই হাওরের ধান চাষিদের মুখে

Other

নেত্রকোনার হাওরাঞ্চলে মাঠ জুড়ে সোনালী ফসল। তবুও মন ভালো নেই কৃষকের। নানা প্রতিকূলতায় ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রাকৃতিক দুর্যোগ ও লকডাউনে শ্রমিক সংকট আতঙ্কিত করছে তাদের।

তবে গেল বছরের মতো এবারো হারভেস্টার ও শ্রমিক পরিবহনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।  

খালিয়াজুরী, মোহনগঞ্জ ও মদনগঞ্জ মূলত নেত্রকোনার হাওরাঞ্চল। নিম্নাঞ্চলগুলোয় এখনই ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এসব ধানের সবই আগাম জাতের।

এবার অতিগরম, শিলা বৃষ্টি ও কালবৈশাখীতে বেশ কিছু ধান নষ্ট হয়েছে।  

কৃষি বিভাগের তথ্য বলছে, হাওরে অন্তত ৩০ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে।

কৃষক তবুও খুশি ছিলেন। বাম্পার ফলন হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে পারার আশা ছিলো। কিন্তু সাম্প্রতিক লকডাউন তাদের মনে, ধান কাটা শেষ হওয়া নিয়ে শঙ্কা জাগিয়েছে। শ্রমিক সংকটে অনেক কৃষক পরিবার অতিরিক্ত পরিশ্রম করছে। আশঙ্কা আছে, ধান কাটা শেষ হওয়ার আগেই পানি আসতে পারে হাওরে।


পণ্যবাহী ট্রাক পারাপারে সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ফেরি

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর

ধর্মীয় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান


ধান কাটা নিয়ে কৃষি বিভাগের পূর্ব প্রস্তুতি খুব একটা ছিলো না। তবে সরকারি ব্যবস্থাপনায় কমাইন্ড হারভেস্টার ব্যবহার এবং শ্রমিকদের পরিবহণ সংকট মেটানোর আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা।

এ বছর নেত্রকোনায় বোরো আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ৫০ হাজার হেক্টর জমি চাষ হয়েছে হাওরাঞ্চলে।

news24bd.tv নাজিম