১২ বছর পর চুল কাটলেন ‘রাপুনজেল’

১২ বছর পর চুল কাটলেন ‘রাপুনজেল’

অনলাইন ডেস্ক

অবশেষে নিজের চুল কেটে ফেললেন লম্বা চুলে বিশ্বরেকর্ডধারী ভারতের গুজরাটের কিশোরী নীলাংশী প্যাটেল। দীর্ঘ ১২ বছর পর নিজের লম্বা চুল কেটেছেন তিনি।

লম্বা চুলের জন্য তিনি বাস্তবের ‘রাপুনজেল’ হিসেবে পরিচিত ছিলেন।

সম্প্রতি নীলাংশীর ভিন্ন ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেটি হচ্ছে তার চুল কেটে ফেলার ভিডিও। কিন্তু চুল কাটার ভিডিও হঠাৎ কেন ভাইরাল হয়েছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছে। এর মূল কারণ হল ১৮ বছরে পা দেয়ার পর গত ১২ বছরে প্রথমবার চুল কাটলেন তিনি।

news24bd.tv

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে কিশোরী হিসেবে সবচেয়ে লম্বা চুলের রেকর্ড রয়েছে নীলাংশীর।

তার চুলের মাপ ২০০ সেন্টিমিটার বা ৬ ফুট ৭ ইঞ্চি। গত ২০২০ সালের জুলাই মাসে শেষবার রেকর্ড করেছেন তিনি।

২০১৮ ও ২০১৯ সালেও এই পুরস্কার পেয়েছিলেন নীলাংশী।

news24bd.tv


আরও পড়ুনঃ


চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা

এ বছর ৩৬ লাখেরও বেশি দরিদ্র পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


লম্বা চুলের রহস্য জানিয়ে নীলাংশী এক ভিডিওতে বলেন, একবার হেয়ারকাট খুব বাজে হয়েছিল। তখন আমার বয়স ছয় বছর। এরপর আর চুল কাটবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর থেকে এতদিন চুল কাটিনি।

তবে শেষ পর্যন্ত মায়ের কথাতে নিজের রেকর্ড গড়া চুল মিউজিয়ামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই কিশোরী।

news24bd.tv / নকিব