জলবায়ু পরিবর্তনের প্রভাব গুগল আর্থে

জলবায়ু পরিবর্তনের প্রভাব গুগল আর্থে

অনলাইন ডেস্ক

গত চার দশকের জলবায়ু পরিবর্তনের দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছেন গুগল আর্থ ব্যবহারকারীরা। টাইমল্যাপস ফিচারের মাধ্যমে ১৯৮৪ থেকে ২০২০ পর্যন্ত তোলা ছবি একসাথে করে দেখা যাচ্ছে চার দশকের এই পরিবর্তন।

ফিচারটি আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। আগে যে ‘টাইম ট্র্যাভেলিং টাইম ল্যাপস’ ফিচার ছিল, সেটারই উন্নত সংস্করণ এটি।

মোট ২ কোটি ৪০ লাখ স্যাটেলাইটের ছবি একত্র করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।

কোন একটি জায়গায় নতুন করে নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই ফিচার। সংশ্লিষ্ট অঞ্চলের অতীত জানা গেলে, ভবিষ্যতের পরিকল্পনা করা অনেক সহজ হবে।


আরও পড়ুনঃ


চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


গুগল আর্থের টাইমল্যাপস ফিচার ব্যবহার করতে, ব্যবহারকারীকে সার্চ বারে কোন জায়গার নাম লিখে সার্চ দিতে হবে।

 গুগল তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেঘ, ছায়া ইত্যাদি ছবি থেকে সরিয়ে প্রতিটি পিক্সেল মিলিয়ে অতীতের সাথে জলবায়ুর তুলনা দেখানো হবে।

news24bd.tv / নকিব