যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভাইয়ের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভাইয়ের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো কাউন্টি এলাকায় নিজের ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে।

স্যাক্রামেন্টো কাউন্টি পুলিশ জানিয়েছে, তদন্তের পর আকরাম হুসেইন নামের ৩০ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাকে কাউন্টি জেলে পাঠানোর পর ১ লাখ ডলারের বিনিময়ে জামিন নিয়ে বের হন।

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ৮ মার্চ আনোয়ার হুসেইন নামের এক ২৭ বছর বয়সী তরুণ মারা যান।

তিনি ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। সেদিন পুলিশ ঘটনাস্থলে এসে বাংলাদেশি পরিবারটির সবাইকে জিজ্ঞাসাবাদ করে।

কাউন্টি পুলিশ বুধবার বিবৃতিতে জানায়, আকরামের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়। আনোয়ারের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ডাউন সিন্ড্রোম নামের এক প্রকার জেনেটিক সমস্যায় আক্রান্ত ছিলেন।

কীভাবে, কোথায় আনোয়ার মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুন


গাজীপুর করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

নওগাঁর মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

নওগাঁয় সিন্ডিকেটের হাতে জিম্মি চালের বাজার, বাড়ছে সব ধরণের চালের দাম

নওগাঁয় বিদেশি ফল রক মেলন চাষের উজ্জল সম্ভাবনা


স্থানীয় কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মারা যাওয়ার সময় আনোয়ার নর্থ হাইল্যান্ডসের বাড়িতে ছিলেন। আকরামও ওই বাড়িতে থাকেন। গত জানুয়ারিতে তাদের বাবা মারা যাওয়ার পর দুজনে সেখানেই বসবাস করেন।

আকরাম-আনোয়ারের বোন হেইডি থম্পসন বলছেন, হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই তারা ধারণা করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি কাউকে দায় দিতে পারছি না। গোয়েন্দারা জানিয়েছেন আঘাত ছিল। ’ ‘কোনো প্রমাণ আসার আগ পর্যন্ত আমরা আকরামের পাশে থাকব। ’

হেইডি থম্পসন জানিয়েছেন, বিচ্ছেদ সংক্রান্ত ঝামেলার কারণে আকরাম-আনোয়ারের সঙ্গে দীর্ঘদিন তাদের যোগাযোগ ছিল না। বাবা মারা যাওয়ার পর জানুয়ারি থেকে আবার যোগাযোগ হচ্ছিল তাদের।

news24bd.tv আহমেদ