ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাণ গেল চারজনের
কঠোর বিধিনিষেধেও

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাণ গেল চারজনের

Other

কঠোর বিধিনিষেধের মধ্যেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার নিম্ন আয়ের মানুষের। আজ শুত্রবার বিকেল চারটার দিকে জেলার কালিহাতীর চর বাবলা এলাকায় উত্তরবঙ্গগামী দাঁড়ানো একটি ট্রাককে পিছন থেকে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দেয়।  

এতে চলন্ত ট্রাকে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ২ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। বাকিদের নাম এখনও জানা যায়নি।

নিহতরা হচ্ছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।  

আরও পড়ুন


ডেডিকেশন নিয়ে সংসার করেছি, কাজের জায়গাতেও একই রকম

জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

ধর্মীয় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা


বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, মহাসড়কের চর বাবলা এলাকায় উত্তরবঙ্গগামী এক‌টি ট্রাককে অপর একটি চলন্ত গতির পিছন থে‌কে ধাক্কা দেয়। এতে চলন্ত গতিতে থাকা তিনজন ঘটনাস্থ‌লে মারা যান। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

নিহত চারজনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি। ধারণা করা হ‌চ্ছে নিহতরা সবাই নিম্ন আয়ের মানুষ ছিলেন। এ ঘটনায় এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। আ‌রেক‌টি ট্রা‌কের খোঁজ পাওয়া যায়‌নি।  

news24bd.tv / কামরুল