মিয়ানমারে ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন

মিয়ানমারে ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন

অনলাইন ডেস্ক

‘জাতীয় ঐক্য সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির সমর্থকেরা।

ফিন্যানসিয়াল টাইমস ও আলজাজিরার এমন খবর দিয়েছে।

দক্ষিণপূর্ব এশীয় দেশটির পার্লামেন্ট ফিডোংসু লুট্টোর প্রতিনিধিত্বকারী কমিটি শুক্রবার (১৬ এপ্রিল) এমন ঘোষণা দিয়েছে।

ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির এমপিরা এই কমিটি গঠন করেন।

পহেলা ফেব্রুয়ারি জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখলের পর তারা নির্বাসনে ও আত্মগোপনে আছেন।

এই সামন্তরাল সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঐক্য সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী সাসা বলেন, নেতা হিসেবে আমরা ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের উৎস কিংবা পেশাগত জীবন বিবেচনা না করেই সবাইকে ভাই ও বোন হিসেবে মর্যাদা এবং সেবা দিয়ে যাব।

তিনি বলেন, এই খুনি সামরিক জান্তার নিপীড়ন থেকে আমাদের জাতির মুক্তির জন্য সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মিয়ানমারের নাগরিক হিসেবে সবাইকে সমানাধিকার দেওয়া হবে।


আল্লাহ ফেরআউনকেও সুযোগ দিয়েছিলেন ছেড়ে দেননি: বাবুনগরী

ইফতারের আগে দোয়া কবুলের জন্য যে আমল করা উচিত

কখন রোজা ভাঙলে গোনাহ হবে না

আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না


সামরিক বাহিনীর হাতে আটক স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট জাতীয় ঐক্য সরকারে নিজেদের বর্তমান ভূমিকায় থাকবেন।

এতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কাচিন সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা দাওয়া লাশি লা। আর ছায়া সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন পার্লামেন্টের উচ্চকক্ষে সাবেক স্পিকার নতৃাত্ত্বিক কারেন মাহন উইন খাইং থান।

সাসা বলেন, আমাদের রোহিঙ্গা ভাই, বোনসহ সবার প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। মিয়ানমারের ইতিহাসে এটিই প্রথম কোনো ঐক্য সরকার বলে তিনি জানান।

মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।

news24bd.tv তৌহিদ