কবরীর দাফনের সিদ্ধান্ত আজ সকালে

কবরীর দাফনের সিদ্ধান্ত আজ সকালে

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা সারাহ বেগম কবরীর মরদেহ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার দাফনের সিদ্ধান্ত আজ সকালে জানানো হবে।

কবরীর ছেলে শাকের চিশতী সাংবাদিকদের জানান, তার মা কবরীর জানাজা ও দাফনের বিষয়ে সকালে সিদ্ধান্ত দেওয়া হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,‘কবরী আপার জানাযা ও দাফনের ব্যাপারে সকালে সিদ্ধান্ত হবে।

আপাতত তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ’


ঐতিহাসিক মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী আজ 

১৭ এপ্রিল, ইতিহাসের এই দিনে

কবরীর মৃত্যুতে বুবলীর আবেগঘন স্ট্যাটাস

‘কেজিএফ টু’র ভক্তদের জন্য দুঃসংবাদ


শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

news24bd.tv নাজিম