বিমানের বিশেষ ফ্লাইটের প্রথমটিই বাতিল, বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ

বিমানের বিশেষ ফ্লাইটের প্রথমটিই বাতিল, বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান সর্বাত্মক বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে এ সময়ে প্রবাসীদের বিদেশের মাটিতে পৌঁছে দিতে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বিশেষ ফ্লাইটের প্রথমটিই বাতিল করা হয়েছে।

বিমানের পক্ষ থেকে ক্ষুদে বার্তা দিয়ে যাত্রীদের ফ্লাইটের বিষয়ে নিশ্চিত করা হলেও হঠাৎ ফ্লাইট বাতিলে ক্ষুব্ধ যাত্রীরা।

শনিবার (১৭ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট (বিজি৫০৩৯) সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।  

এ কারণে এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে যাত্রীরা আসলেও ফ্লাইটটি বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

জানা যায়, ওই ফ্লাইটের মোট ৩১৪ জন যাত্রী ছিলেন।

তাদের সবাই সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসী শ্রমিক।


কোথায় সমাহিত করা হবে কবরীকে জানালেন তার ছেলে

তালায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই শ্রমিক নিহত

‘মিনা পাল’ থেকে যেভাবে ‘কবরী’ হয়ে ওঠা

কোটি টাকার খেয়াঘাট ময়লার ভাগাড়, পাবলিক টয়লেট হয়েছে গুদাম ঘর


বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি (বিজি-৫০৩৯) সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের যাত্রীদের করোনা পরীক্ষার সনদ নিয়ে ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে রাতে যাত্রীরা বিমানবন্দরে এলে ২টার দিকে তাদের জানানো হয়, ফ্লাইটটি করা বাতিল হয়েছে।

এরপর থেকেই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। তারা বিমানবন্দর ছেড়ে কোনোভাবেই যেতে রাজি নন। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে বিক্ষোভ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

news24bd.tv নাজিম