তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪১

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪১

অনলাইন ডেস্ক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ কমপক্ষে ৪১ জন মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।   নিহতদের সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা করেছিল নৌকাটি।

আরও বলা হয়, দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী।

আন্তর্জাতিক সংগঠনগুলোর হিসাবে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছে।


কোথায় সমাহিত করা হবে কবরীকে জানালেন তার ছেলে

তালায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই শ্রমিক নিহত

‘মিনা পাল’ থেকে যেভাবে ‘কবরী’ হয়ে ওঠা

কোটি টাকার খেয়াঘাট ময়লার ভাগাড়, পাবলিক টয়লেট হয়েছে গুদাম ঘর


এ বছর প্রায় হারিয়েছেন অন্তত ৪০৬ জন অভিবাসনপ্রত্যাশী।

 

news24bd.tv নাজিম