কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি বার্সা-বিলবাও

কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি বার্সা-বিলবাও

অনলাইন ডেস্ক

কোপা দেল রে’র ফাইনালে শনিবার (১৭ এপ্রিল) রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। গত বছর শিরোপাশূন্য কাটানোর পর বার্সার জন্য একটি ট্রফি জয়ের উপলক্ষ্য হতে পারে আজকের ম্যাচটি।

সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

ফাইনালের আগে বার্সা কোচ কোম্যান জানান, “ফাইনালটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ, শিরোপা জয়ের সুযোগ সবসময়ই দারুণ।

আমি কখনোই আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার সবটুকু শক্তি দলের জন্য ব্যয় করা যেন আমরা শিরোপা জিততে পারি। ”

দুই দলের মুখোমুখি লড়াইয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। ৭১ বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার ৪৫ জয়ের বিপরীতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় মাত্র ১২টি।


আরও পড়ুনঃ


২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর


এদিকে, দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় কোপা দেল রে ফাইনাল খেলতে যাচ্ছে বিলবাও। করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ আসরের ফাইনাল এক বছর পিছিয়ে হয়েছে চলতি মাসের শুরুর দিকে। সেই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

news24bd.tv / নকিব