মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নিহত ১

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নিহত ১

Other

মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে কুঠিবাড়ি এলাকায় শনিবার দুপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন মুন্সী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দুই জন। নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা সদরে ভোকেশনাল ইনস্টিটিউটের পূর্ব পাশে কুঠিবাড়ি এলাকায় মোফাজ্জেল হোসেন উজিরের নির্মাণাধীন ভবনের ২য় তলায় শনিবার দুপুরে নির্মাণ শ্রমিক ইমন ও তার সহযোগীরা কাজ করছিল।

 

আরও পড়ুন:


চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত বেড়ে ৫

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

ভারতে যেতে আর বাধা নেই পাকিস্তানি ক্রিকেটারদের

করোনায় কাজ না থাকলেও কর্মীদের পুরো বেতন দিচ্ছেন নেইমার


এ সময় ইমন একটি পুরানো কেমিক্যালের ড্রাম খুলতে চেষ্টা করার সময় হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মারাত্মক আহত এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। আহত দুই জনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে।

news24bd.tv / কামরুল