কাল থেকে চলবে প্রবাসীদের জন্য সৌদি এয়ারলাইনসের ফ্লাইট

কাল থেকে চলবে প্রবাসীদের জন্য সৌদি এয়ারলাইনসের ফ্লাইট

অনলাইন ডেস্ক

করোনা সংক্রণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট। এতে চরম বিপাকে পড়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের প্রবাসীরা। কিন্তু এবার সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ঢাকায় বিক্ষোভের জেরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস যাত্রীদের রবিবার থেকে ফ্লাইট পরিচালনার আশ্বাস দিয়েছে।  

আজ শনিবার হোটেল সোনারগাঁয়ে সৌদিয়ার অফিসের সামনে বিক্ষোভকারী যাত্রীদের উদ্দেশে প্রতিষ্ঠানটির ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি আগামীকাল থেকে ফ্লাইট দেওয়ার।

আগামীকাল সন্ধ্যা সাতটায়।

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল রবিবার থেকে চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদেরকে শনিবার নতুন করে টিকিট দেওয়া হবে।

সৌদি এয়ারলাইনসের ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, যাদের টিকিট ২০ এপ্রিলের পরের তারিখের, তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে লকডাউনে প্রবাসীদের ফেরত পাঠাতে শনিবার নির্ধারিত ১৪টি ফ্লাইটের মধ্যে অর্ধেকই বাতিল হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।

পর্যাপ্ত যাত্রীর অভাব ও সৌদি আরবে ল্যান্ডিং অনুমতি না পাওয়ার কারণেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে। এর মধ্যে সৌদি আরবের তিনটি ও সংযুক্ত আরব আমিরাতগামী চারটি ফ্লাইট ছিল।

news24bd.tv/আলী