৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

Other

নাটোরের বড়াইগ্রামে ৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৭) নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। একই সাথে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে।

শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন:


ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা আব্বাসের

বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ টিকা দিতে চীনের সিনোফার্ম : স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত বেড়ে ৫

দেশে করোনায় আক্রান্ত হয়ে আজও ১০১ জনের মৃত্যু


বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালিয়ে এবং সিটের নিচে দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় চালকের পাশে বসা ওই ট্রাকের মালিক মাইনুল ইসলামকে আটক করা হয়। মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য নূন্যতম ৪৮ লাখ টাকা।

থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদকসহ আটক হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।

news24bd.tv / কামরুল