সপরিবারে হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন কাদের মির্জা

সপরিবারে হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার ছেলেসহ পরিবারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে কাদের মির্জার মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে মেয়র আবদুল কাদের মির্জা নিজেই নিশ্চিত করেছেন। পরে রাত সাড়ে ১১টায় নিজেই বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় জিডিটি করেন তিনি।

জিডিতে মেয়র আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, শনিবার রাত ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারে হত্যার হুমকি দিয়েছে।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসী যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এমতাবস্থায় বর্ণিত মোবাইলের কললিস্ট সংগ্রহক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।


যে সিনেমা নায়ক ওয়াসিমকে সুপারস্টারের খ্যাতি এনে দেয়

বিলবাওকে উড়িয়ে দিয়ে শিরোপা খরা ঘুচালো বার্সা

একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে চলচ্চিত্র মাধ্যমটি: শাকিব খান

রমজান মানুষের পাপমোচনের অবারিত সুযোগ নিয়ে আসে


কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv নাজিম