ভারতে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

ভারতে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের তান্ডবে বিপর্যস্ত ভারত। দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু আবারও ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। রবিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।

ভারতে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনার প্রকোপে এখন পর্যন্ত ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছেন দেশটিতে।

বৃহস্পতিবার থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ ২ লক্ষের উপরেই রয়েছে।

কিন্তু গত দেড় বছরে এক দিনে এত জন মানুষের সংক্রমিত হওয়ার রেকর্ড নেই। সংক্রমণে এই রেকর্ড বৃদ্ধির জেরেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ হয়েছে।


আরও পড়ুনঃ


২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


অন্য দিকে, গত ৯ মার্চ ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা কমে ৭৭-এ নেমে এসেছিল। কিন্তু তার পর দেড় মাসেরও কম সময়ের মধ্যে দৈনিক মৃতের সংখ্যা সর্বোচ্চে গিয়ে ঠেকেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনার প্রকোপে দেশটিতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছেন।

news24bd.tv / নকিব