ইলিয়াস আলী গুম ইস্যু: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস

ইলিয়াস আলী গুম ইস্যু: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ রোববার (১৮ এপ্রিল) বেলা ৩ টায় নিজ বাসভবন দক্ষিণ শাহজাহানপুরে সংবাদ সম্মেলন করবেন তিনি।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠ বিএনপির এক কেন্দ্রীয় নেতা জানান, ইলিয়াস আলী ‘গুম’ হওয়ার বিষয়ে শনিবার এক ভার্চুয়াল সভায় মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তার কিছু অংশ গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

তিনি কি বলতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন


কানাডার অন্টারিও প্রদেশে নতুন বিধিনিষেধ আরোপ

ভাল মানুষগুলো একে একে চলে যাচ্ছে

রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়

দিনমজুরের ছেলের হার্ট অপারেশনের ব্যবস্থা করলেন শামীম ওসমানের স্ত্রী


উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ তাকে সরকারই ‘গুম’করেছে। তবে সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

news24bd.tv আহমেদ