৩০ বছর পর বিচ্ছেদ, ঘরের কাজের পারিশ্রমিক ৬০ লাখ টাকা!

৩০ বছর পর বিচ্ছেদ, ঘরের কাজের পারিশ্রমিক ৬০ লাখ টাকা!

অনলাইন ডেস্ক

ঘটনা পর্তুগালের। ৩০ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় এক দম্পতির। আর সেই বিচ্ছেদ নিষ্পত্তিতে আদালত স্বামীকে তার সাবেক স্ত্রীকে ৭২ হাজার ডলার বা ৬০ লাখ ৯৬ হাজার বাংলাদেশি টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ দিয়েছে।

পর্তুগালের সুপ্রিম কোর্টের বিচারক এই আদেশ দেন।

বিবাহিত জীবনে সংসারের জন্য করা কাজের জন্য ওই স্ত্রী প্রায় আড়াই লাখ ইউরো দাবি করে মামলাটি করেছিলেন। কিন্তু সেই মামলা ব্রাসেলস এর আদালত খারিজ করে দেয়। এরপর আদালত বদল হতে হতে সুপ্রিম কোর্টে যেয়ে ঠেকে মামলাটি।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


৩০ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাওয়ার পর এ বছরের জানুয়ারিতে মামলাটি করেন ওই নারী।

দীর্ঘ আইনি লড়াই শেষে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন অভিযুক্ত সাবেক স্বামী।

news24bd.tv / নকিব