গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

Other

গাজীপুরের কাশিমপুরে জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসা থেকে চন্দনা বর্মন নামে (১৩) এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

চন্দনা বর্মন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে। ৪ বছর ধরে সে সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করছিলো।

পুলিশ জানায়, কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে গাজীপুর জেলা স্বাস্থ্যসুপার সত্যরঞ্জন ধরের বাসা। ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিকের বাসার গৃহকর্মীর কাজ করতেন। হঠাৎ দুপুর বেলা ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে চলে আসেন চন্দনা। তার কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মরদেহ ঝুলতে দেখে নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

তার শরীরে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।


করোনায় মারা গেলেন একুশেপদপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন

যে সিনেমা নায়ক ওয়াসিমকে সুপারস্টারের খ্যাতি এনে দেয়

বিলবাওকে উড়িয়ে দিয়ে শিরোপা খরা ঘুচালো বার্সা

একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে চলচ্চিত্র মাধ্যমটি: শাকিব খান


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, আজ সকালে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv নাজিম