যে মামলায় গ্রেপ্তার হলেন মাওলানা মামুনুল হক

যে মামলায় গ্রেপ্তার হলেন মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১৮ এপ্রিল) রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম মামুনুল হককে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মামুনুল হককে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন


সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই

দুই বিশেষ ফ্লাইটে সৌদি ও ওমান গেলেন ৪৭৬ প্রবাসী

ইলিয়াস আলী গুম ইস্যু: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস

কানাডার অন্টারিও প্রদেশে নতুন বিধিনিষেধ আরোপ


প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

news24bd.tv আহমেদ