আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ এপ্রিল) এক শোক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটে ফুসফুসের সমস্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার ইস্যুতে যা বললেন ডিসি হারুন

মামুনুল হকের সমর্থনে মিছিল, লাইভ হচ্ছে ফেসবুকে (ভিডিও)

প্রবীণ সাংবাদিক শফিউজ্জামান খান লোদী আর নেই

অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী। এসময় তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার বাবা। গত ১০ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

news24bd.tv আহমেদ