মাওলানা আজিজুল হককে দুই মামলায় আরও ১৪ দিনের রিমান্ডে

মাওলানা আজিজুল হককে দুই মামলায় আরও ১৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় আরও ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এই আদেশ দেন।

এরআগে গত ১২ এপ্রিল আজিজুল হক ইসলামাবাদীর৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় ২০১৩ সালের ৫ ও ৬ মে  দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই রিমান্ড শেষ হয়।

পল্টন থানার আরও দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আরও পড়ুন


মামুনুল হকের সমর্থনে মিছিল, লাইভ হচ্ছে ফেসবুকে (ভিডিও)

প্রবীণ সাংবাদিক শফিউজ্জামান খান লোদী আর নেই

অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের

যে মামলায় গ্রেপ্তার হলেন মাওলানা মামুনুল হক


যার মধ্যে একটি শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং আরেকটি সাম্প্রতিক ঘটনার অভিযোগের মামলা। আজিজুল হক ইসলামাবাদীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

news24bd.tv / কামরুল