মৃত্যুর শঙ্কায় পুতিনের রাজনৈতিক ‘প্রতিদ্বন্দ্বী’ নাভালিন

মৃত্যুর শঙ্কায় পুতিনের রাজনৈতিক ‘প্রতিদ্বন্দ্বী’ নাভালিন

অনলাইন ডেস্ক

রাশিয়ায় কারাবন্দী পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির অবস্থা শঙ্কটজনক। দ্রুত চিকিৎসা না দেয়া হলে যে কোন মুহূর্তে তার মৃত্যু হতে পারে বলে শঙ্কায় চিকিৎসকেরা।

হৃৎপিণ্ডের স্পন্দন সংক্রান্ত জটিলতা (অ্যারিথমিয়া) ও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জীবন সংকটে পড়েছেন এই রুশ নেতা। কারাগারে থাকার সময়েই মেরুদণ্ডে ব্যাথা ও হাত পায়ে অসাড়তা বোধ করছিলেন তিনি।

এর যথাযথ চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে আবেদনও করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদনে গুরুত্ব না দেওয়ায় গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন নাভালনি।

সম্প্রতি তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা, হৃদরোগ বিশেষজ্ঞ ইয়ারোস্লাভ আশিখমিনসহ চারজন ডাক্তার তাকে দেখতে যান।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


শনিবার ইয়ারোস্লাভ আশিখমিন তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমাদের রোগীর অ্যারিথমিয়ার সমস্যা সম্প্রতি বেড়েছে। যে কোনো মুহূর্তে এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং তিনি মারা যেতে পারেন।

বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে পোকরভ শহরের একটি কারাগারে আছেন দুর্নীতির দায়ে দণ্ডিত নাভালনি।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক