সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

অনলাইন ডেস্ক

মাহে রমজানের মহাপূণ্যময় কদর রজনীতে আল্লাহপাক পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য হচ্ছে বিশুদ্ধভাবে এর তেলাওয়াত করা। কোরআন হচ্ছে মুমিনের সংবিধান, জীবন পরিচালনার গাইডলাইন।

রমজান মাসে নাজিল করা হয়েছে আল-কোরআন যা মানুষের দিশারী এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।

(সূরা বাকারা, আয়াত নং ১৮৫)।

আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই আমি একে (কোরআন) অবতীর্ণ করেছি কদর রজনিতে। (সূরা কদর, আয়াত নং ১)।

কোরআনে মহান আল্লাহ মানব জাতির জীবনকে সৎ ও সুন্দরের পথে পরিচালিত করতে নানা উপদেশ দিয়েছেন।

পবিত্র মাহে রমজানে পাঠকদের জন্য আল কোরআনের বাংলা অনুবাদ জানার সুযোগ করে দিয়েছে নিউজ টোয়েন্টিফোর অনলাইন। আজ আমরা তুলে ধরব সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ।

সুরা আরাফের বাংলা অনুবাদ

সুরা আনফালের বাংলা অনুবাদ

news24bd.tv তৌহিদ