নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ

নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ

Other

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের তিন মাস ২২ দিন পর সালমা সুলতানা (২৭) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল চারটার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোতালেব কাজী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পলাশতলী গ্রামের হাফেজ আলী কাজীর সন্তান।

এর আগে পহেলা ফেব্রুয়ারি নিহতের ভাই হাবিবুল্লাহ ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

নারী ফুটবল দলে করোনার হানা


ফুলবাড়িয়া থানার ওসি মোহা. আজিজুর রহমান এসব বিষয় নিশ্চিত করে জানান, মোতালেব কাজীর সাথে প্রেমের সম্পর্ক ছিল খুন হওয়া ওই নারীর। গত ২৫ জানুয়ারি তারা দেখা করার জন্য ময়মনসিংহে যায়। সেখানে একটি হোটেলে খাওয়া-দাওয়া শেষে তাদেও নিজেদেও মধ্যে বিয়ের কথাবার্তা হয়।

পরে কৌশলে ওই রাতেই পলাশতলী গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মোতালেব। পরে তাকে গলা টিপে হত্যা করে মরদেহ স্থানীয় জয়নাল আবেদীনের পুকুর পাড়ের একটি সেপটিক ট্যাঙ্কিতে লাশ লুকিয়ে রাখে।

ওসি আরও জানান, হত্যার পর কথিত ওই প্রেমিক অনেক চতুরতার আশ্রয় নেয়। ভুয়া আইডি কার্ড দিয়ে সিম কেনায় খুনিকে শনাক্ত করা যাচ্ছিল না। পুলিশকে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে কয়েকবার বিভ্রান্ত করেছে। খুনী মোতালেব কাজীকে আরও
জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানা যাবে।

news24bd.tv তৌহিদ