পরীক্ষা হয়নি এমন মৃতের সংখ্যা হিসেবে নেই

পরীক্ষা হয়নি এমন মৃতের সংখ্যা হিসেবে নেই

Other

আজ ১০২ জন, পরীক্ষায় যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের মধ্যে যারা মারা গেছেন। পরীক্ষা হয়নি এমন মৃতের সংখ্যা হিসেবে নেই। ৫৪ জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ, তার মানে পুরো দেশই ঝুঁকিপূর্ণ।

পাঁচটি হাসপাতাল ঘুরে অক্সিজেন না পেয়ে অ্যাম্বুলেন্সে ছেলের সামনে মায়ের মৃত্যু।

পিঠে সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে মোটরসাইকেলে ঝালকাঠি থেকে বরিশাল হাসপাতালে। অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে না পেরে সন্তানকে নিয়ে ১১০ কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর।
১০০০ শয্যার হাসপাতাল উদ্বোধন। টিকা সংগ্রহের প্রাথমিক সাফল্যের পর, আবার অনিশ্চয়তা।

লকডাউন, স্বাস্থ্যবিধি কোথাও কিছুর প্রয়োগ নেই। গরীবের কাজ নেই, খাদ্য নেই। প্রতিটি জিনিসের দাম বাড়ছে। খাবার নেই আজকের। বলা হচ্ছে, টাকা দেওয়া হবে।

নেই সংক্রমণ কমানোর কার্যকর কোনো উদ্যোগ। আছে কৌশল, পরীক্ষা কম করে সংক্রমণ কম দেখানোর। প্রকৃতি এক সময় সংক্রমণ কমাবে। আমরা গর্ব করে বলব উন্নত দেশ যা পারে নি, আমরা তা পেরেছি।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক। (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv / কামরুল