২২ এপ্রিল থেকে ব্যবসা চালু করতে চায় দোকান মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ এপ্রিল থেকে আবারো ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।  

আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি জানান, শ্রমিক কর্মচারীদের ২ মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানে প্রয়োজন সাড়ে ৯৬ হাজার কোটি টাকা।  

এ অবস্থায় আহবান জানান, ঈদের আগেই ৪৮ হাজার কোটি টাকা ঋণ প্রণোদনা হিসেবে দেয়ার।

এসব দাবি বাস্তবায়নে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমিতির নেতারা। বলেন, দাবি বাস্তবায়ন না হলে মালিক ও কর্মচারীরা চরম আর্থিক সঙ্কটে পড়বে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে জীবিকা রক্ষা করতে চায়, দোকান মালিকরা।

news24bd.tv / কামরুল