পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন।  

গতকাল রাত ১১টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জব্বার প্রামাণিক (৬৫), শুকুর আলী (৪৫) ও মতিয়ার রহমান (৫৫)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বরত কর্মকর্তা ( ডিআইও ওয়ান) মো. আশরাফুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশের জিজ্ঞাসাবাদে যে ৩ প্রশ্নে নিশ্চুপ ছিলেন মাওলানা মামুনুল

একজন ডাক্তারের ব্যবহার নিয়ে রঙ্গ-রসিকতা নয়

মাওলানা মামুনুলকে আদালতে হাজির করা হবে আজ

সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ


তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর  ইউনিয়নের হুদিপাড়া এলাকা থেকে ট্রাকে কলা নিয়ে নঁওগা জেলার জয়পুর হাটে নিয়ে যাচ্ছিলেন কলার ব্যাপারী ও শ্রমিকরা। চরগড়গড়ি এলাকায় আসার পর বাঁধের খারাপ রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝেই উল্টে যায়।

এসময় ট্রাকের উপরে থাকা শ্রমিকরা ট্রাকের কলার নিচে চাঁপা পড়েন। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আর ৭ জন গুরুতর আহত হন। ঘটনার পরে ট্রাকচালক পালিয়েছে।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।  

news24bd.tv নাজিম