দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনের ঘোষণা

দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনের ঘোষণা

অনলাইন ডেস্ক

দিল্লিতে করোনা সংক্রমণে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। এই পরিস্থিতিতে দিল্লিতে সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত অর্থাৎ ৬ দিন লকডাউন জারি করল অরবিন্দ কেজরীবাল সরকার।

লকডাউন চলাকালীন শুধুমাত্র সরকারি অফিস ও জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে দিল্লি সরকার। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬২, যা এখনও পর্যন্ত এক দিনে সর্বাধিক। রাজধানীতে সংক্রমণ হার পৌঁছেছে ৩০ শতাংশে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে ৬ শতাংশ।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

একজন মিডিওকার যুবকের ১৮+ জীবনের গল্প এবং অন্যান্য

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


এই পরিস্থিতিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্যই এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার।

সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে সাক্ষাতের পরেই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী কেজরীবাল।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক