হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আকরাম খান

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আকরাম খান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান করোনা থেকে সুস্থ হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) রাতে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।

গত ১০ এপ্রিল আকরাম খানের কোভিড টেস্টের পর ফলাফল পজিটিভ আসে। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তবে অক্সিজেন লেভেল ঠিক থাকলেও হঠাৎ আকরাম খানের শারীরিক জটিলতা বেড়ে যায়। মূলত তার কাশি বেড়ে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন


আরও এক সপ্তাহ কঠোর লকডাউন বাড়ছে

ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা ভাবনা আছে: কাদের

কোম্পানীগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনের ঘোষণা


চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন তিনি। তবে বাসায় ফিরলেও আগামী চার দিন আকরাম খানকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

এ বিষয়ে আকরাম খান জানান, আলহামদুলিল্লাহ এখন ভালো অনুভব করছি। কাশিও আল্লাহর রহমতে অনেক কম। আমার জন্য দোয়া করবেন। রোববার রাতেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

news24bd.tv / কামরুল