মামুনুলকে গ্রেপ্তারে বিক্ষোভ মিছিলের চেষ্টা, বাধা দেয়ায় ৩ পুলিশ আহত

মামুনুলকে গ্রেপ্তারে বিক্ষোভ মিছিলের চেষ্টা, বাধা দেয়ায় ৩ পুলিশ আহত

অনলাইন ডেস্ক

হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে বিক্ষোভ মিছিলের চেষ্টা চালিয়েছে মাদ্রাসার ছাত্ররা। মিছিলে পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদের ছোড়া ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর হামিদিয়া দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ করে স্থানীয় মাদ্রাসার ২০-২৫ জন শিক্ষার্থী উদয়পুর হামিদিয়া মাদ্রাসার সামনে জড়ো হয়ে পুলিশের হাতে আটক হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে- এই সংবাদ পেয়ে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

একজন মিডিওকার যুবকের ১৮+ জীবনের গল্প এবং অন্যান্য

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়া শুরু করে। এ সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

তাদের ছোড়া ইটের আঘাতে ওসি কাজী গোলাম কবিরসহ তিনজন পুলিশ সদস্য কমবেশি আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

news24bd.tv / নকিব