ফেনসিডিল ও ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনসিডিল ও ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

যুবলীগ নেতাকে ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে রোববার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন ফোরহাদ হোসেন।

তিনি বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। তাঁর বাড়ি উপজেলা সদরপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফোরহাদ তার বাড়ির পাশে ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার বোতল ফেনসিডিল ও ৩০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করে।

 

এ ছাড়া মামলায় ফোরহাদ হোসেনের ছোট ভাই পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনকে (৩৫) আসামি করা হয়েছে। মাদক বিক্রির অভিযোগে কয়েক দফা সোহরাব হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

ফোরহাদ হোসেনের দাবি, পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। তিনি মাদক সেবন করেন। তবে মাদক বিক্রি করেন না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ফোরহাদ হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন


আরও এক সপ্তাহ কঠোর লকডাউন বাড়ছে

ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা ভাবনা আছে: কাদের

কোম্পানীগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনের ঘোষণা


news24bd.tv / কামরুল