আমি মাস্ক পইরা মরুম নাকি?

আমি মাস্ক পইরা মরুম নাকি?

Other

খাবার স্যালাইন কি,কিভাবে বানাতে হয়,কেন খাওয়া দরকার বাংলাদেশের প্রতিটি ঘরে গিয়ে মানুষকে একথা বুঝিয়েছিল ব্র্যাক। সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতেই বলা যায় এটা ছিল ফজলে হাসান আবেদের অন্যতম সফল কর্মসূচি। এখনকার পরিবেশ-পরিস্থিতি তেমন নেই। অনেককিছুই বদলে গেছে।

‘আমার গোষ্ঠীতে,নানার গোষ্ঠীতে কেউ মাস্ক পরে না। কেউ মরে নাই। আমি মাস্ক পইরা মরুম নাকি’-এমন মানুষ এখনও এদেশে আছে।

মাস্ক কেন এবং কিভাবে পরতে হবে, স্বাস্থ্যবিধি কি এবং কেন মানতে হবে, এখন  এমন একটি কর্মসূচি নেওয়া দরকার।


করোনা সহসা যাবে না, মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া-শুধু টিকায় মুক্তি মিলবে না।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক ।  

news24bd.tv/আলী