চট্টগ্রামে রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য ঘুরলে মিলছে অল্প ত্রাণ

Other

লকডাউনে দিশেহারা চট্টগ্রামের হতদরিদ্ররা। অভাব অনটনে রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য ঘুরলে মিলছে অল্প ত্রাণ। তবে জেলা প্রশাসক বলছে ,হতদরিদ্রদের তালিকা করেই দেয়া হচ্ছে পর্যাপ্ত সহায়তা। ত্রাণ বিতরণে নেমেছে পুলিশ কমিশনারসহ বিত্তবানরাও।

র রিপোর্টে বিস্তারিত।

 চট্টগ্রামে লকডাউনে কর্মহীন মানুষরা ত্রাণের সন্ধাণে ঘুরছে রাস্তায় রাস্তায়। কোন কোন সময় মিলে  বিত্তবাণদের কিছু সহায়তা। তাই সড়কের পাশে বসে অপেক্ষা তাদের।

তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কিছু ত্রাণ পেয়ে খুশি হতদরিদ্ররা।

জেলাপ্রশাসক বলছেন,লকডাউনে কর্মহীন এবং হতদরিদ্রদের হাতে প্রতিদিন তুলে দেয়া হচ্ছে ত্রাণ। পুলিশ কমিশনারও নেমেছেন ত্রাণ নিয়ে। বিত্তবানরা হতদরিদ্রদের জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় ত্রাণ দিতে পেরে খুশি।

তবে বিগত বছরের অভিজ্ঞতায় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন,গরীবের ত্রাণ নিয়ে স্বজনপ্রীতি যেন না হয় সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে। তবে এবার অসহায় মানুষের পাশে এখনও ত্রাণ নিয়ে দাড়াতে দেখা যায়নি রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের।

news24bd.tv / কামরুল