নেত্রকোনায় চাহিদা অনুযায়ী মিলছে না টিসিবির পণ্য

Other

নেত্রকোনায় চাহিদা অনুযায়ী মিলছে না টিসিবির পণ্য। নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের অভিযোগ, করোনা মহামারীর এই সময়ে চাহিদা কয়েক গুন বৃদ্ধি পেলেও পন্য সরবরাহ অনেক কম।  

এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। তবে পর্যাপ্ত ডিলার নিয়োগের মাধ্যমে চলমান সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

নেত্রকোনায় এভাবেই দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে টিসিবির পন্য কেনার জন্য অপেক্ষা করেছেন নারী-পুরুষ সহ সব বয়সী মানুষ। সপ্তাহে ৫ দিন  শহরের বিভিন্ন পয়েন্টে থেকে তেল, চিনি, ডাল, পেয়াজ ও ছোলা বিক্রি করছে টিসিবির ডিলাররা।

নিন্ম আয়ের মানুষদের অভিযোগ, লকডাউন ও রোজার কারণে এসব পন্যর চাহিদা কয়েকগুন বাড়লেও সরবরাহ খুবই কম। এ কারণে দীর্ঘক্ষন অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।

তবে আরও ডিলার নিয়োগের মাধ্যমে চলমান সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার আশস দিয়েছেন জেলা প্রশাসক।

শুধু আশ্বাস নয়, জেলা সদরসহ প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিলার নিয়োগের মাধ্যমে পর্যাপ্ত  পণ্য সরবরাহে ব্যবস্থা নিবে কতৃপক্ষ এমন  প্রত্যাশা নিন্ম ও মধ্য আয়ের মানুষদের।

news24bd.tv / কামরুল