গোপালগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

গোপালগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের প্রবীণ কৃষক রজব মুন্সীর ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগ।

কৃষক রজব মুন্সী ১৭ কাঠা জমিতে ধানের চাষ করেছিলেন। কিন্তু বয়সের ভারে ঠিক মত চলাফের করাতে পারে না এই কৃষক। কিন্তু লকডাউনের কারণে শ্রমিকক না পাওয়াতে জমির ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না তিনি।

 
 
তার এই অসময়ে উপকারে এগিয়ে আসে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল রজব মুন্সীর ১৭ কাঠা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন।

ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা বলেন, করোনা পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে।

এতে কৃষকরা তাদের জমির ধান ঘরে তুলতে পারছেন না। আমরা খবর পেলেই কৃষকের জমির ধান কেটে দিবো। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে থাকবো।

কৃষক রজব মুন্সী বলেন, জমির ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়ায় আমি খুশি। আমি দোয়া করি আল্লাহ যেন এদের ভালো করে।

news24bd.tv/আলী