করোনা এতোদিনে ‘বাপ বাপ’ করে পালাতে শুরু করতো, যদি...

করোনা এতোদিনে ‘বাপ বাপ’ করে পালাতে শুরু করতো, যদি...

Other

বাংলাদেশের মানুষের ক্ষমতা এবং সক্ষমতা ঈর্ষণীয়। ডাক্তার, পুলিশ, ম্যাজিস্ট্রেটের ‘কাইজায়’ বাংলাদেশের মানুষের সক্ষমতায় নতুন করে অভিভূত হলাম। দুই দিন ধরে কী নিরলসভাবে মানুষ ‌‘ডাক্তার বনাম পুলিশ ম্যাজিস্ট্রেটের’ পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করে যাচ্ছে। কোথাও কারো কোনো ক্লান্তি নাই।


পুলিশের হাতে চিকিৎসক হয়রানি, প্রতিবাদ এফডিএসআরের

সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

নারী ফুটবল দলে করোনার হানা

নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ

‘মামুনুলকে গ্রেপ্তারে সরকারের লকডাউন’ যারা বলছেন, তাদের বলছি


দুদিন ধরেই অনলাইনের বীর এইসব যোদ্ধাদের মহড়ত দেখতে দেখতে ভাবছিলাম- এতো সক্ষমতা, এতো যুক্তি, লড়াই করার এতোটা স্ট্যামিনা সত্ত্বেও বাংলাদেশের মানুষ করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন থাকে কীভাবে! মাস্ক পরা নিয়ে সংসয়ে থাকে কীভাবে! যে মনোবল আর উৎসাহ নিয়ে ‘ডাক্তার- পুলিশ, ম্যাজিস্ট্রেটের সমর্থকরা’ অনলাইনে লড়াই করে যাচ্ছেন, তার অর্ধেক শক্তি দেশের মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার কাজে ব্যয় করা গেলে, করোনা এতোদিনে ‘বাপ বাপ’ করে পালাতে শুরু করতো।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv তৌহিদ