জনগণের কোনো অ্যাসোসিয়েশন নেই, পপকর্ণ ই ভরসা

জনগণের কোনো অ্যাসোসিয়েশন নেই, পপকর্ণ ই ভরসা

Other

দেখা যাচ্ছে দুটো এসোসিয়েশন দুটো চিঠি দিয়েছে। ডাক্তার অ্যাসোসিয়েশন ( স্বাচিব) আর পুলিশ এসোসিয়েছেন ( বাপুসাএ)।  

ম্যাজিস্ট্রেট এসোসিয়েশন কোনো চিঠি দেয়নি। তারা অন্তত বুঝতে পেরেছে কখন চুপ করতে হবে।

যদিও ম্যাজিস্ট্রেট সাহেব সরি বলেছিলেন দেখা যাচ্ছিলো ভিডিওটিতে। এখন সেখানে ম্যাজিস্ট্রেট সাহেবের অধনস্ত এবং অধিনস্থ পুলিশ সাহেব মনে করেছেন ডাক্তার মহিলা দোষী ছিলেন। পুলিশ সাহেবের এসোসিয়েশন বলছে ডাক্তার মহিলা অন্যায় করেছেন। তারা ডাক্তার মহিলার শাস্তি চাচ্ছেন।

এই দাবি করে তো পুলিশ অ্যাসোসিয়েশন সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট সাহেবের বিচারিক কার্যক্রমের উপরে একধরনের অনাস্থা জ্ঞাপন করল।


বাকবিতণ্ডায় জড়ােনো নারী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসকরা

৬ দিনের লকডাউনের ঘোষণা, দিল্লিতে মদের দোকানে লম্বা লাইন


অবুঝ মন জানতে চায় 
- ডাক্তার মহিলা দোষী হলে তাকে ছেড়ে দেওয়া হলো কেনো?
- সেখানে পুলিশ সাহেবের কমান্ডিং অফিসার ( তাই তো মনে হয় বলে ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্টে) কেনো সেই মহিলাকে সরি বলছিলেন? 
- একজন ম্যাজিস্ট্রেট এবং বেশ কিছু পুলিশ ঘটনাস্থলে থাকার থাকার পরেও যদি অপরাধী ( এখানে ডাক্তার মহিলা) চিল্লাচিল্লি করে পার পেয়ে যান, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়ের ভরসা পাবে?

এখন পুলিশ অ্যাসোসিয়েশন মহিলার বিচার চাচ্ছেন। আর মহিলা তো শেষ পর্যন্ত বলছিলেন যে তার সাথে অন্যায় হয়েছে। তাই ডাক্তার অ্যাসোসিয়েশন বিচার চাবে স্বাভাবিক। তারাও বেশ সুন্দর করে প্রশাসনের ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। ভালো লেগেছে।

পুলিশরা মনে করছেন তারা ঠিক কাজ করেছেন সেদিন। তাই তাদের অ্যাসোসিয়েশন ডাক্তার মহিলার বিচার চেয়েছেন। তারমানে তারা যেমন কাজ পূর্বে করে যাচ্ছিলেন তারা সেই গতিতেই অথবা আরো বেগবান ভাবে চালাতে থাকবেন। তাহলে আশা করাই যায় আমরা আরো কিছু ডাক্তার পুলিশ ভিডিও পাব।

পপকর্ণ অর্ডার দেওয়া লাগবে।  
সাধারণ জনগণের কোনো অ্যাসোসিয়েশন নেই। তাদের পপকর্ণ ই ভরসা।

হয় অন্যের জীবনের ইন্সিডেন্টাল মুভি দেখবে, নাহলে নিজের জীবনের হরর মুভি হাড়ে হাড়ে বুঝবে।

রুবাইয়াত সাইমুম চৌধুরী: সহকারি অধ্যাপক, বাংলাদেশ ইউনির্ভাসিটি, ঢাকা।

news24bd.tv তৌহিদ