রাজনীতির চেয়েও পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনাশ করছে বিজ্ঞান

রাজনীতির চেয়েও পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনাশ করছে বিজ্ঞান

Other

পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনাশ করছে বিজ্ঞান। এমনকি রাজনীতির চেয়েও বেশি। সহজ ভাষায় পুরোনো কথা বলি। মানুষ প্লাস্টিক দিয়ে সাগর আর মাটি  ধ্বংস করে ফেলছে।

এই প্লাস্টিক বিজ্ঞানের অবদান। বাতাস ধ্বংস করে ফেলছে, বিজ্ঞান। তাতেও শান্তি নাই। বিভিন্ন দেশ অসংখ্য স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীর কক্ষপথরেও বস্তি বানাইয়া ফেলছে।
(বিশ্বাস না হলে নেট খুঁজে নাসার ছবি দেখেন)। এটম বোমা, হাইড্রোজেন বোমা ইত্যাদি প্রসঙ্গ বাদই থাকলো। বিজ্ঞান পৃথিবীরে এক দিলে কেড়ে নিছে দশ।

তো, এইসব কথা বললেই বিজ্ঞানরে পবিত্র জ্ঞান করা  কাঁটাবনের বিজ্ঞানীদের বিজ্ঞানানুভূতি আহত হয়। তারা বলে, বিজ্ঞান ঠিক আছে, মানুষ খারাপ। আরে ভোঁদরের দল, ঐ হিসাবে রাজনীতি, ধর্ম ইত্যাদি সবই ঠিক আছে, শুধু মানুষ খারাপ।

গ্যালাক্সির দার্শনিক বলছেন, বিজ্ঞানরে পবিত্র জ্ঞান করার কিছু নাই। মানুষের অভ্যাস বদলানো ছাড়া মানুষের জীবনে বিজ্ঞানের তেমন কোনো অবদান নাই।

আরও পড়ুন


বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন হেফাজত নেতারা

সিঙ্গাপুরগামী বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ছে আজ

পাকিস্তানে টিএলপির হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্ত

সোনারগাঁয়ের সেই ওসি রফিকুল এবার অবসরে


তিনি বলছেন, গাছের ছাল পরে ঘুরে বেড়ানো মানুষের প্রধান দুশ্চিন্তা ছিলো, ক্ষুধা, ভয়, মৃত্যু, অনিশ্চয়তা ইত্যাদি। একুশ শতকে মানুষের প্রধান দুশ্চিন্তা ক্ষুধা, ভয়, মৃত্যু, অনিশ্চয়তা ইত্যাদি।

হাজার হাজার বছরেও মানুষের বিশেষ কোনো অগ্রগতি হয় নাই। জ্ঞান-বিজ্ঞানের সব অহংকার নিয়ে মানুষ এখনো কুত্তার মতন অসহায়।

news24bd.tv আহমেদ