ভুয়া আইডির জ্বালায় থানার শরণাপন্ন নায়ক আমিন খান

ভুয়া আইডির জ্বালায় থানার শরণাপন্ন নায়ক আমিন খান

অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় সুদর্শন অভিনেতা আমিন খান। সিনেমা জগতে তার অবদানও অনেক। চলচ্চিত্রে এখন তেমন একটা সরব না হলেও ভক্তদের জন্যে সব সময় উপস্থিত থাকেন অনলাইন জগতে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ এ্যাকটিভ আমিন খান।

ফেসবুক আইডির পাশাপাশি একটি পেজও রয়েছে তার। কিন্তু বিপত্তিটা অন্য জায়গায়। আমিন খানের এই দুই আইডির বাইরেও তার নামে অসংখ্য আইডি ওপেজ রয়েছে। যার সবগুলোই ভুয়া।
এসব ভুয়া আইডি নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা। বাধ্য হয়ে দারস্থ হয়েছেন থানার। একটি জিডিও করেছেন তিনি।

news24bd.tv

এসব বিষয়ে বিব্রত আমিন খান বলেন, ‘আমার নামে অনেকগুলো পেজ ও আইডি রয়েছে। কয়েকটা ফেক আইডি এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। সাইবার সিকিউরিটি টিমকে আমি এরই মধ্যে অভিযোগ জানিয়েছি। উত্তরা পশ্চিম থানায় এই বিষয় নিয়ে একটি জিডি করেছি। ’

news24bd.tv

আরও পড়ুন


রাজনীতির চেয়েও পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনাশ করছে বিজ্ঞান

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন হেফাজত নেতারা

সিঙ্গাপুরগামী বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ছে আজ

পাকিস্তানে টিএলপির হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্ত


তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আগেও রিপোর্ট করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আজও একটি ফেক আইডি থেকে একটি বাজে স্ট্যাটাস দেয়া হয়েছে। এমন ঘটনা প্রায়ই ঘটে, এতে ভক্তদের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়। ’

news24bd.tv

গতকাল ১৯ এপ্রিল সন্ধ্যার দিকে তার নামে খোলা একটি ফেক আইডির স্ক্রিনশট শেয়ার করেন আমিন খান। লিখেছেন, ‘এটা একটা ফেক আইডি, যেখান থেকে কিছু খারাপ লোক উল্টাপাল্টা কথা লিখেছে। তারা আমার ও অনেক ভালো মানুষের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এমনটা করেছে। প্লিজ প্লিজ প্লিজ আইডিটাতে রিপোর্ট করুন। ‘

news24bd.tv আহমেদ