করোনায় ভারতে দৈনিক মৃতের সংখ্যা সর্বোচ্চ

করোনায় ভারতে দৈনিক মৃতের সংখ্যা সর্বোচ্চ

অনলাইন ডেস্ক

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। কয়েকদিন ধরেই দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। একইসঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন রেকর্ড ১ হাজার ৭৬১ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

সংক্রমণের এই রেকর্ড বৃদ্ধিতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

একজন মিডিওকার যুবকের ১৮+ জীবনের গল্প এবং অন্যান্য

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


সোমবার দেশটিতে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও মঙ্গলবার সেই সংখ্যা কিছুটা কমেছে।

তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

সোমবার দেশটিতে ১৬২৫ জন করোনায় মারা গেলেও মঙ্গলবার নতুন রেকর্ড গড়ে ১৭৬১ জনের মৃত্যু হয়েছে।

news24bd.tv / নকিব