'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার 
মদেই হবে'

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

দিল্লিতে লকডাউনে ঘোষণা; মদের দোকানে দীর্ঘ লাইন
অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। কয়েকদিন ধরেই দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। একইসঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এই পরিস্থিতি এড়াতে দিল্লিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, ঘোষণার সাথে সাথেই দোকানে দোকানে বেড়েছে মদ কেনার জন্য দীর্ঘ লাইন!

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ থেকে পরের সোমবার সকাল ৫টা পর্যন্ত লকডাউন থাকবে দিল্লিতে। কিন্তু এই সময়ের মধ্যে চিকিৎসা এবং খাদ্য সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে।

news24bd.tv

কিন্তু দিল্লির খান মার্কেট, গোলে মার্কেটের মতো এলাকায় দেখা যায়, একের পর এক মদের দোকানের সামনে কয়েকশ ক্রেতার ভিড়।

ক্রেতাদের করোনা বিধি ভেঙে মদ কেনার লম্বা লাইনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুনঃ


বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

একজন মিডিওকার যুবকের ১৮+ জীবনের গল্প এবং অন্যান্য

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে দেখা যায়, মদ কিনতে আসা এক নারী সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর ধরে মদ খাচ্ছি। ওষুধের প্রয়োজন হয় না। টিকায় কিছু লাভ হবে না। মদেই যা লাভ হওয়ার হবে। ’

ক্যামেরার সামনে করা সেই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক