মান্নার উঠে আসার গল্প নিয়ে ইমরানের কণ্ঠে নতুন গান (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার যুবরাজ বলা হয় তাকে। অসম্ভব সফল ও জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। ফোক, সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমায় নিজেকে তিনি অন্যতম প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না।

প্রয়াত এই নায়ককে স্মরণ করে ‘স্বপ্ন ছিল তার হবো পর্দা নায়ক’ শিনারোনামের গানটি প্রকাশ পেল কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।  

গানটির পরিকল্পনা করেছেন শেলী মান্না। গানটি লিখেছেন কবির বকুল আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সুর করেছেন পূলক অধিকারী, গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান।

গানটির মিউজিক ভিডিও করেছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল।  

গানটি প্রসঙ্গে শেলী মান্না বলেন, মূলত গানটির পরিকল্পনা করা হয়েছে এই প্রজন্মের কাছে মান্নাকে তুলে ধরার জন্য। মান্নাকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে আমাদের এই উদ্যোগ। সেই সাথে মান্নার স্বপ্ন পূরণে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। কৃতাঞ্জলি অ্যানালগ থেকে ডিজিটাল মাধ্যমের বেশকিছু প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপস, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমাদের কৃতাঞ্জলির প্রযোজনায় নির্মাধীন নাটক, সিনেমা, ওয়েবসিরিজ , মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে। মান্না যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করতেই আমাদের ডিজিটাল মাধ্যমে আসা।

টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সন্তান মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল, বাঙলা পঞ্জিকায় বৈশাখের প্রথমদিন ঘর আলো করে আসেন তিনি।   টাঙ্গাইলে তাকে সবাই জানতেন এসএম আসলাম তালুকদার নামে। সিনেমায় এসে হয়ে যান মান্না। বছরটি ছিল ১৯৮৪। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধ্যানে কার্যক্রমে আর্বিভাব হয় 'তার। শুরু হয় মান্নার পরম আরাধ্য লাইট ক্যামেরা আর অ্যাকশনের বিরামহীন জীবন।

আশির দশকে সিনেমায় আসার পর অনেক নায়িকার বিপরীতে সিনেমা করেন মান্না। চম্পার সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেন। মান্না ও চম্পা জুটি হয়ে অভিনয় করা কাশেম মালার প্রেম ছিলো মান্নার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট।

আরও পড়ুন


আলেম-ওলামা নয়, তাণ্ডবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: কাদের

করোনা মুক্ত আবুল হায়াত পুরোপুরি সুস্থ্য

সহিংসতায় জড়িত হেফাজতের কাউকেই ছাড়া হবে না: নানক

টিকা উৎপাদনে অন্য দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর


একটা সময়ে ফোক ঘরানা ছেড়ে সামাজিক গল্পের নায়ক হয়ে উঠেছিলেন তিনি। সামাজিক, অ্যাকশন, রোমান্টিক সিনেমাতেও তাকে দেখা গেছে অভিনয় করতে। সমাজের বাস্তব চিত্র নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছিলো, যার নায়ক ছিলেন মান্না।

কাজী হায়াত পরিচালিত দাঙ্গা, ত্রাস, দেশ প্রেমিক, সিপাহী ছিলো মান্নার ক্যারিয়ারের অন্যতম সফল কয়েকটি সিনেমার মধ্যে অন্যতম। একজন নায়ক হিসেবে তিনি সর্বমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিনেমাগুলি দিয়ে।

মান্না তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেশ কয়েকবার পেয়েছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কার এবং বাচসাস পুরস্কার। সংগঠক হিসেবে ছিলেন জনপ্রিয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর