রেড লিস্টে ভারত, ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

রেড লিস্টে ভারত, ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতীয়দের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পরপরই সেদেশের ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন।

ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেন। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

করোনার ভারতীয় প্রজাতি ভাইরাস নিয়ে চিন্তায় ব্রিটেন। যেভাবে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে এই আবহে এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

রাস্তা-ঘাট থেকে শুরু করে শ্বশুড় বাড়িতেও পদ-পদবীর দাপট


অবশ্য ভারত থেকে কোনও আইরিশ বা ব্রিটিশ নাগরিকেরা দেশে ফিরলে, তাদের এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে না বলে জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাদের জন্য নিজ খরচে ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার।

সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। তাই ভারতীয়দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করা হচ্ছে। এ কারণেই ভারতকে ‘রেড লিস্ট’ বা, লাল তালিকাভুক্ত করেছে ব্রিটেন।

news24bd.tv / নকিব