এবার মক্কার গ্র্যান্ড মসজিদে নারী গার্ড

এবার মক্কার গ্র্যান্ড মসজিদে নারী গার্ড

অনলাইন ডেস্ক

ইতিহাসে প্রথবমারের মত সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে নারী গার্ডকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নারী নিরাপত্তা অফিসারদের ডিউটিরত ছবি প্রকাশ করেছে।  

ছবিতে দেখা যাচ্ছে, নারী গার্ডরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে রয়েছেন। তারা ইবাদতকারী ও হাজিদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।

তবে এসব কিছু করার সময় প্রয়োজনীয় সুরক্ষা সব ব্যবস্থা নিয়েই দায়িত্ব পালন করছেন তারা।

ওই ছবি পোস্ট করে টুইটারে এক টুইটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখে, হজ ও ওমরাহ’র নিরাপত্তার দায়িত্বে থাকাদের ছবি। সৌদি আরবে নারীর অধিকার আরও বেশি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের পদোন্নতি দেয়া হচ্ছে।

যুবরাজ মোহাম্মদের ২০৩০ ভিশন অনুযায়ী, সৌদি নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে। যেসব কর্মকাণ্ড আগে কেবলমাত্র ‍পুরুষদের জন্যই সীমিত ছিল।

news24bd.tv/আলী